Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু সম্পাদক বদরুল

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৪, ০২:০১ পিএম


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি  বাবু সম্পাদক বদরুল
ছবি: ফাইল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম বাবু এবং ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. বদরুল আলম চৌধুরী।

রাত সাড়ে ১১টায় আইনজীবী ভবনের নীচ তলায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম মোস্তফা কামাল।

এছাড়া ১৯৪ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ.এন.এম মাইনুল ইসলাম, ১৮৫ ভোট পেয়ে জুনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শাহজাহান আখন্দ, ১৯৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শরীফ মাহমুদ সায়েম, ১৮৯ ভোট পেয়ে সম্পাদক ফরমস্ নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয়, ২১০ ভোট পেয়ে সম্পাদক লাইব্রেরী নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাবির হোসেন, ১৮৭ ভোট পেয়ে সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট বিশ্বজিত কর রানা, ১৮৫ ভোট পেয়ে জেনারেল অডিটর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী, ১৯০ ভোট পেয়ে রানিং অডিটর পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনি, ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান রেজিষ্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন,  অ্যাডভোকেট মো. আবু কাউছার।

১৯৪ ভোট পেয়ে সম্পাদক রেজিষ্টারিং অথরিটি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ-ই-জালাল (সাব্বির), ১৮৫ ভোটে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাকিব, ১৮১ ভোটে অ্যাডভোকেট মো. শেখসাদী, ১৭৭ ভোটে অ্যাডভোকেট মো. আবির হাসান রনি, ১৮৫ ভোটে অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী সদস্য রেজিষ্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন।

সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। ফলাফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং অফিসার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.জেড.এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম তরুন সহ সিনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!