Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে বাস টার্মিনালে লাগেজ থেকে মৃতদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৪, ০১:২২ পিএম


ফরিদপুরে বাস টার্মিনালে লাগেজ থেকে মৃতদেহ উদ্ধার

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে ৪৫ বছরের অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির নিকট বড় ওই লাগেজটি পড়ে ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে লাগেজটি খুলে একটি মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি আর সোয়েটার পরিহিত মৃতদেহের উপরে জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিলো।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাতনামা ওই লাশটির আনুমানিক বয়স ৪৫ বছরের মতো হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য জানা যাবে। মৃতহেদটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!