Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবার সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৪, ০৪:৫৮ পিএম


এবার সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলে বাংলাদেশি নিহত
নিহত রফিউল ইসলাম টুকলু। ছবি: সংগ্রহিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া ককটেলের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রফিউল ইসলাম টুকলু নামের ওই ব্যক্তি ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রোববার ( ২৮ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, ভোরের দিকে রফিউলসহ চার বাংলাদেশি ভারতীয় চিনি আনতে ডাঙ্গাপাড়া সীমান্তে যায়। এসময় বিএসএফের টহল দলের সামনে পড়লে বাংলাদেশিদের লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে বিএসএফ। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল। তবে অপর বাংলাদেশিরা পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনার পর বিএসএফ ওই বাংলাদেশির লাশ নিয়ে যায়।

বিজিবির পানবাড়ি ক্যাম্পের কমান্ডার আমানুজ্জামান জানান, এ ঘটনায় ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এআরএস

Link copied!