Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

খুলনা ব্যুরো

খুলনা ব্যুরো

জানুয়ারি ২৮, ২০২৪, ০৫:০৭ পিএম


ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যান অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার বরেছে। ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শাহপুরে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন কলেজছাত্রী। তিনি শাহপুর মধুগ্রাম কলেজে পড়েন।

কলেজছাত্রীর ভাই বলেন, ‘ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান আমার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। শনিবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আমার বোনকে আবারও একই অপরাধ করেন।’

তিনি আরও বলেন, মধুগ্রাম কলেজ ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় পাশাপাশি হওয়ায় তার বোনের সঙ্গে চেয়ারম্যানের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে মেলামেশা করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। আমি কিছুই জানি না। মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ আসলে বা মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এইচআর

Link copied!