Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সরকারি জমি থেকে মাটি কাটার অভিযোগে কারাদণ্ড

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৪, ০৫:১৪ পিএম


সরকারি জমি থেকে মাটি কাটার অভিযোগে কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অন্তর (১৯)নামের একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গপিনাথপুর এলাকায় আইন অমান্য করে প্রকাশ্যে সরকারি প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (বেজা) এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। সরজমিনে গিয়ে অন্তর নামের এক জনকে আটক করে। অন্তর গোলাপনগরের মমিনের ছেলে।

সরকারি কর্তৃপক্ষ (বেজা) ইপিজেড প্রস্তাবিত জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় হাতেনাতে একজনকে আটক করি এবং সাথে সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করি।

এ ধরনের অভিযান আমরা অব্যাহত রেখেছি। যেখানেই অবৈধভাবে মাটি কাটা দেখবেন আমাদেরকে খবর দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

এইচআর

Link copied!