Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে অ্যাডিশনাল আইজি

কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা বসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

এস এম ইউসুফ আলী, ফেনী

এস এম ইউসুফ আলী, ফেনী

জানুয়ারি ২৮, ২০২৪, ০৮:৪১ পিএম


কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা বসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: সংগ্রহীত

প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আড়াইশো কিলোমিটার জুড়ে বসছে‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ অত্যাধুনিক সিসি ক্যামেরা। রোববার (২৮ জানুয়ারি) ফেনীর মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের এক মতবিনিময় সভায় এ কথা বলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান।

এসময় তিনি বলেন, আইনকে পাশ কাটিয়ে কোন অপরাধ করা যাবে না। সকল গাড়ীর মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। হাইওয়ে সড়কে কোন সিএনজি অটোরিকশা ও থ্রী হুইলার চালানো যাবে না। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ প্রতিনিয়ত প্রস্তুত রয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী।

হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, মহিপাল হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং‘র সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, আন্ত:জেলা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের কার্যকরী কমিটির সভাপতি আজম চৌধুরী, খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি মামুন চৌধুরী, ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোরশেদ আলম প্রমুখ।

এআরএস

Link copied!