Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৬ .৮ ডিগ্রি সেলসিয়াসে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৪, ১০:৪৭ এএম


পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৬ .৮ ডিগ্রি সেলসিয়াসে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে তীব্র শৈত্যপ্রবাহ মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রবিবার ৫ ডিগ্রিতে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে শুক্রবার ৫ দশমিক ৮ তাপমাত্রায় শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। এরপর থেকেই টানা চারদিন ধরে চলছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। তবে প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে সূর্যের দেখা মেলে জেলায়। 

কিন্তু প্রতিদিন বিকালের পর থেকেই শুরু হয় ঘনকুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস। পরদিন সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। বলেন, শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ এর মধ্যেই উঠানামা করছে জেলায়। এখন তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ৬ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়। 

আগামী দুই তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

ইএইচ

Link copied!