Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৪, ০৫:৫০ পিএম


নেত্রকোণায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

নেত্রকোণার কলমাকান্দায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ৬ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নেত্রকোণা -কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা থেকে নেত্রকোণাগামী একটি সিএনজি ডুবিয়ারকোনা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ডেইজি আক্তার (২৬) নামে এক যাত্রী নিহত এবং ৬ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ  করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পুলিশ ময়লা তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এইচআর
 

Link copied!