Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে কিশোর নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৪, ১২:৫৮ পিএম


মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে কিশোর নিহত

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষের  জামিরুল ইসলাম(১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত জামিরুল সকালে দ্রুত গতিতে মোটরসাইকেলে তালা উপশহরে যাচ্ছিলেন। এসময় গোনালী বাজার এলাকায় আসলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জামিরুল ঘটনাস্থলে নিহত হয়।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জামিরুলের পরিবারকে সমাবেদনা জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনূল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!