Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় আওয়ালীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৪, ০৯:৩৪ পিএম


মাগুরায় আওয়ালীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় জেলা আওয়ালীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শহরের সেগুন বাগিচার নোমানি ময়দান এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল।

সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। সভা শেষে শহরে উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এইচআর

Link copied!