Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৪, ০৭:৩২ পিএম


জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

"বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি"এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি.আর. সারোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন চৌধুরী প্রমুখ। 

উদ্বোধন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এইচআর
 

Link copied!