Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাংনী প্রতিনিধি

গাংনী প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৪, ০৭:৫৩ পিএম


মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরে পৌরসভার সামনের সড়কে লাটা হাম্বা গাড়ির চাকা খুলে গেলে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সন্ধ্যার দিকে মেহেরপুর পৌরসভার সামনের সড়কে বাঁশের গুড়ি (বাঁশের মোথা) বোঝায় লাটা হাম্বা গাড়ির চাকা খুলে গেলে পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল চালক ১ জন নিহত হয়েছে এবং ১ জন আহত হয়েছে।

নিহত ব্যক্তি হলো মেহেরপুর সদর থানার গোবিপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন। তিনি মেহেরপুর জেলা এলজিইডি অফিসের অফিস সহায়ক হিসাবে চাকরি করতেন। আহত হয়েছে শহরের বোস পাড়ার মৃত জসিমউদ্দীনের ছেলে রিকশা চালক আলীম হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্হলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি রাখেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ কনি মিয়া (পিপিএম) বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। আমি জানতে পেরেছি একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। নিহতের পরিবার যদি কোন অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আইন গত ব্যবস্থা নিবো।

এইচআর

 

Link copied!