Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

একতরফা নির্বাচন ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৪, ০৯:২৮ পিএম


একতরফা নির্বাচন ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

একতরফা প্রহসনের নির্বাচন, বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ডিআইটি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,দেশের শিক্ষা ব্যবস্হা ও রাজনীতি এ দেশের জনগণের অনুকূলে নাই। সবকিছু নিয়ন্ত্রণ করে পাশ্ববর্তী দেশ। সুতরাং এদেশের সরকার দেশ চালাতে ব্যর্থ। এই ব্যর্থতার কারনে দেশের দ্রব্য মূল্য বৃদ্ধি। ভেঙ্গে পড়েছে দেশের অর্থনীতির অবকাঠামো।

যে দেশের সরকার জনগণের সমস্যা সমাধানে কোন ব্যবস্হা নিতে পারে না সেদেশের সরকার ক্ষমতায় থাকার কোন দরকার নাই। বক্তারা আরও বলেন, এদেশের জনগন এই সরকারকে চায় না। এদেশের সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগনকে শোষণ করে রাখবে। সরকার এখন প্রশাসনের উপর ভর করে ক্ষমতা দখল করে আছেন। তাই এ সরকারকে অনতিবিলম্বে গদি ছাড়তে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মাসুম বিল্লাহ, জেলার সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর কবির, সহসাধারণ সম্পাদক মাওলানা আমান উল্লাহ, মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিবসহ বিভিন্ন মসজিদের আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।

এইচআর
 

Link copied!