Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জেলেদের স্বাবলম্বী করতে গরু-ছাগল বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ৩১, ২০২৪, ০৯:৫৩ পিএম


জেলেদের স্বাবলম্বী করতে গরু-ছাগল বিতরণ

বরিশালে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরন বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহসহ অন্যানরা। শেষে ৫২ জন জেলেদের মাঝে গরু, ছাগল এবং ছাগলের খোয়ার, খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এইচআর

Link copied!