Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে কৃমির ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০১:৫৭ পিএম


বাঞ্ছারামপুরে কৃমির ওষুধ খেয়ে শিশুর মৃত্যু
শিশু ইসমাইল। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃমির ওষুধ খেয়ে ইসমাইল নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার রূপসদী জামাইবাজার মোসলেম মিয়ার ফার্মেসি থেকে কৃমির ওষুধ এনে খাওয়ানো হয় শিশু ইসমাইলকে। পরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ইসমাইল উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী দক্ষিণপাড়ার নজরুল মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাতে রূপসদী জামাইবাজার মোসলেম মিয়ার ফার্মেসি থেকে শিশুটির বাবা নজরুল মিয়া কৃমির ওষুধ এনে মৌখিক নিয়ম অনুযায়ী খায়ান ইসমাইলকে। পরে ঘুমন্ত অবস্থায় মারা যায় শিশুটি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন,  আমরা তথ্য পাই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তারপর রাতের বেলা শিশু ইসমাইলকে কৃমিনাশক ওষুধ খাওয়ালে ঘুমন্ত অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুর মরদেহ পিবিএমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসলে বিস্তারিত জানানো হবে।

ইএইচ

Link copied!