নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৪, ০২:৪৭ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৪, ০২:৪৭ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে টঙ্গীতে ইজতেমার উদ্দেশ্যে ছেড়ে আসা রিজার্ভ বাসে ছদ্মবেশে মাদক পরিবহনের চেষ্টাকালে মুসল্লিদের সহযোগিতায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ পৌরসভার বাসস্ট্যান্ড থেকে আঙ্গুর হোসেন (৩০) নামের এ মাদক কারবারিকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত মাদককারবারি ছদ্মবেশে ইজতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে তা ব্যর্থ হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
ইএইচ