Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

৫০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৪:০৪ পিএম


৫০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবি: আমার সংবাদ

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির একা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ ছাত্রীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে উপজেলার মাঝ-সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে এবং সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য মাঝে মাঝে টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিত। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চাইলে তার মা টাকা না দিলে। সে খুব রাগারাগি করে। পরে সুযোগ বুঝে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ঘরে ঢুকে হেমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তাৎক্ষণিক সকলে মিলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেমা তার বাবা মায়ের বড় মেয়ে ছিল। তার ছোট আরেকটি বোন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাধন হেমার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!