Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দীঘিনালায় অবৈধ দুই ইটভাটায় জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৭:০৯ পিএম


দীঘিনালায় অবৈধ দুই ইটভাটায় জরিমানা

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বোয়ালখালী ইউপি এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দীঘিনালা উপজেলার  এডিবি ইট ভাটা ও ফোর বিএম ইট ভাটায় অভিযান পরিচালনা করে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান। এসময় এডিবি ইট ভাটাকে ১ লাখ ও ফোর বিএম ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় নাড়াইছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান, নাড়াইছড়ি রেঞ্জর ফরেস্টার মো. মোজাম্মেল হক মিয়া উপস্থিত ছিলেন।

দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ধারামতে এডিবি ইটভাটাকে জরিমানা ও সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়াও বোয়ালখালী ইউপি এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাতকল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এইচআর

Link copied!