Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:২৫ পিএম


ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- মতিউর রহমান ও এখলাছুর রহমান। এছাড়া আরেকজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে পাঁচ জনের মৃত্যু হল।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। জানান, শুক্রবার ভোররাতে মতিউর রহমান ও এখলাছুর রহমান নামের দুই ব্যক্তির মৃত্যু হয়।

জানা গেছে, মতিউর রহমান গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রামে। তার শ্বাসকষ্ট দেখা দিলে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। আর এখলাছুর রহমানকে (৭০) বার্ধক্যজনিত কারণে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার সদর থানার স্বলফদুগিয়া গ্রামে।

এদিকে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে যোগ দিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা।

ইএইচ

Link copied!