Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৭:১৭ পিএম


ঝিনাইদহে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
ছবি: আমার সংবাদ

মহেশপুরে অবৈধভাবে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় আটক তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম (৪০),রুবেল আহাম্মেদ (৩৫) ও মাসুমকে (৩৪)। তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে মহেশপুর পুড়াপাড়া সড়কের বাথানগাছি গ্রামের বালুখোলা থেকে তাদের আটক করা হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম বালু উত্তোলন করে আসছিলেন। রবিউল ইসলাম আইনকে তোয়াক্কা না করে ৮ বছর ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তার দুই ধারে বিশাল গর্ত করে  এ বালু  উত্তোলন করে আসছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সরকারি কমিশনার( ভূমি) শরীর শাওন জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে উত্তোলনের দায়ে বাথানগাছি গ্রামের জাহাঙ্গীর আলম রুবেল, আহমেদ ও মাসুমকে ছয় মাসের কারাদণ্ড সহ প্রত্যেককে ৫০ হাজার  টাকা করে জরিমান করা হয়েছে।

/এসআই/বিউ

Link copied!