Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরাইলে বেপরোয়া ট্রাক্টর চাপায় একজনের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০২:৫১ পিএম


সরাইলে বেপরোয়া ট্রাক্টর চাপায় একজনের মৃত্যু
ছবি: আমার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের বড্ডাপাড়া গরুর বাজার সংলগ্ন সরাইল-নাছিরনগর আঞ্চলিক সড়কে বেপরোয়া ট্রক্টরের চাপায় আব্দুর রহিম (৫০) নামে এক অফিস সহকারি নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম সরাইল রহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার অফিস সহকারি ছিলেন। তিনি সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে।

এআরএস

Link copied!