Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৩:১৮ পিএম


বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: আমার সংবাদ

ফরিদপুরের বোয়ালমারীতে দুবছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার আকাশ মাহমুদ ফারুক উপজেলার শেখর ইউনিয়নের মাইঠকুমড়া গ্রামের বাসিন্দা।

তার নামে ২০১৬ সালের একটি নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের সাজা, দুই লক্ষ টাকা জরিমানা এবং অন্য তিনটি চেকের মামলায় পরোয়ানা রয়েছে।

বোয়ালমারী থানার এএসআই মারুফ সিকদার জানান, আকাশ মাহমুদ ফারুকের নামে নারী ও শিশু নির্যাতন মামলায় ২ বছরের সাজা ও ২ লক্ষ টাকা জরিমানা করেন আদালত। অন্য তিনটি চেকের মামলায়ও ওয়ারেন্ট রয়েছে তার নামে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার শুক্রবার দুপুরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আকাশ মাহমুদ ফারুখকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!