Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৩:৩০ পিএম


গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
ছবি: আমার সংবাদ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক আমিরুল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে জালশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের মাঠে ধান রোপণের জন্য জমি তৈরি করছিলেন। ওই সময় জমিতে বিদ্যুৎচালিত পাম্প থেকে সেচ দেয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ লাইনের সুইচে স্পর্শ করলে আহত হন তিনি। পরে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসব মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তাজুল ইসলাম জানান- ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আমিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!