Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৪:০৫ পিএম


ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু
ছবি: আমার সংবাদ

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মুরগি বোঝাই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন (২৪) নামে দুই বোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বোনসহ ৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের বঙ্গারভিটার আসাদ আলীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ওই সড়কে বেশকিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই বোন মিলশ্রমিক ছিলেন। তাদের লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ইএইচ

Link copied!