Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৪:১৪ পিএম


টাঙ্গাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: আমার সংবাদ

টাঙ্গাইল সদর উপজেলার আউলটিয়া গ্রামে অবস্থিত মাহমুদুল হাসান বিদ্যানিকেতনে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুজিবুল আহসানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান আনছারী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, স্থানীয় প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বাকী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ তালুকদার।

শেষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন।

ইএইচ

Link copied!