Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

যাত্রীবাহী বাসে অভিযান, ফেনসিডিলসহ কারবারি আটক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৪:৩৯ পিএম


যাত্রীবাহী বাসে অভিযান, ফেনসিডিলসহ কারবারি আটক
ছবি: আমার সংবাদ

রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশির চালিয়ে ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।

এ ব্যাপারে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক আশরাফুল ইসলাম (৩৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কান্দিয়া এলাকার মৃত সাহেব মণ্ডলের ছেলে।

জানা গেছে, হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযানে নামে হাইওয়ে পুলিশ। বগুড়া সদর থানার গোকুল এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ মোকাম পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ বাসের যাত্রী আশরাফুলকে হাতেনাতে আটক করা হয়। তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!