Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাইবান্ধায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৪:৪৯ পিএম


গাইবান্ধায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডাঙার বিল নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে শীতলগ্রাম এলাকার ডাঙার বিলে একটি জ্যাকেট পড়া অবস্থায় বিবস্ত্র পুরুষ মানুষের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এস আই প্রলয় বর্মা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!