Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৫:১৪ পিএম


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের শ্রদ্ধা
ছবি: আমার সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
শনিবার সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের রাখাইন থেকে নতুন করে আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে কোস্ট গার্ড। মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় জনবল বৃদ্ধি ও টহল জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

ইএইচ

Link copied!