Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামপালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:১১ পিএম


রামপালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে রামপালের ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন র‌্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার। 
সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ৯টায় উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেস্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র‌্যাবের একটি অভিযানিক দল। এ সময় সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক সোলাইমানকে শনিবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ আসামি আটক, মামলা দায়ের ও বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!