বরগুনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:১৯ পিএম
বরগুনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:১৯ পিএম
বরগুনায় গভীর রাতে ধান কাটার হারভেস্টার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাসিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হারভেস্টারের মালিক ফাতেমা খাতুন দাবি করেন।
হারভেস্টারের মালিক ফাতেমা খাতুন জানান, আমরা ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র আয়ের উৎসটি ধ্বংস করে দিল। তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে মেটাল এগ্রিটেক লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়েয় সহকারী ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমরা শুনেছি। গ্রাহক যাতে ক্ষতিপূরণ পান সে ব্যাপারে সহযোগিতার চেষ্টা করা হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হারভেস্টারের মালিকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ইএইচ