Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় আম গাছের সঙ্গে শত্রুতা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:৩০ পিএম


বাগাতিপাড়ায় আম গাছের সঙ্গে শত্রুতা

নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে এক কৃষকের ২০০টি বিদেশি আমের চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস আলী।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চক গোয়াশ এলাকায় দাঁড়েয়পাড়া ফসলি মাঠে এ ঘটনা ঘটে। ইউনুস আলী চক গোয়াশ মন্ডল পাড়া গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস আলী জানান, গত বছর ঢাকা বৃক্ষমেলা থেকে নতুন জাতের কাটিমন ও থাইল্যান্ডের ন্যাম ডকমাই নামের নতুন জাতের এ গাছগুলো সংগ্রহ করেছিলেন। প্রায় ৩৪ শতাংশ জমিতে সাথি ফসল পেঁয়াজ রসুন ও আলুর পাশাপাশি এ চারা আম গাছগুলোর নিয়মিত পরিচর্যা করছিলেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৮ সালে তার ২ বিঘা বেদানা লিচুর গাছ ও ২০১৯ সালে ২ বিঘা খিরসাপাত আমের বাগান একইভাবে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!