নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৯:০২ এএম
নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৯:০২ এএম
আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল নেমেছে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দলে দলে টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে ছুটছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোনাজাতের আগে গোটা ইজতেমাস্থল দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত বন্দেগি আর পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তিন দিন অতিবাহিত হচ্ছে আজ রোববার (৪ ফেব্রুয়ারি)।
আজ রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আর এর মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এআরএস