Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৪:২১ পিএম


বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। 

রবিবার (৪ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় গ্রেপ্তারকৃত ডাকাত মো. রুবেল সিকদার ওরফে রুস্তুমকে (৩৫) ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. আশরাফ আলী সিকদারের ছেলে। 

বাকেরগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন থেকে ডাকাত মো. রুবেল সিকদার ওরফে রুস্তুম পরিচয় গোপন করে ছদ্দনাম ধারণ করে বাকেরগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ডাকাতি সংঘঠিত করে আসছিলো। 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডাকাত রুবেলকে গ্রেপ্তার এবং আদালতে সোর্পদ করেছে। ডাকাত রুবেলের নামে বাকেরগঞ্জ, ঢাকার উত্তরা, খিলগাঁওসহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।

আরএস

 

Link copied!