Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে ৪ ডাকাত গ্রেপ্তার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৪:২৭ পিএম


পূবাইলে ৪ ডাকাত গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে পূবাইল থানার ওসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার ডাকাতরা হলেন- মো. ফারুক (৪২), সাগর আলী (৪১), রাসেল হাওলাদার (৩০), লোকমান (২৪)।

এ বিষয়ে ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!