Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৫:৩৯ পিএম


নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক গনেশ চন্দ্র রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ খাদ্য গ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়। উৎপাদনের মাঠ থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সবক্ষেত্রে আমাদের নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চায় সরকার। নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে।’

আলোচনা সভায় জেলা তথ্য অফিসার তানজির আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান, নীলফামারী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর একেএম মরতুজা আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!