Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৩:৩৭ পিএম


মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ঘুমধুম সীমান্তের জলপাইতলীতে এক বাংলাদেশি ও রোহিঙ্গা নিহত হয়েছে।

জানা গেছে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে বাদশা মিয়া নামে এক বাসিন্দার ঘরে একটি মর্টারশেল এসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরএস

Link copied!