Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

পাকুন্দিয়ায় সালিশি বৈঠকে হামলায় নিহত ১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৪:৪০ পিএম


পাকুন্দিয়ায় সালিশি বৈঠকে হামলায় নিহত ১

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামে জমি সংক্রান্ত জেরে প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত হয়েছেন। নিহত আবদুল মালেক (৬৫) মৃত মোহাম্মদ আলী ছেলে, সে পেশায় একজন কৃষক।

নিহতের ছেলে রানা সরকার জানান, প্রতিবেশী চাচাতো ভাইয়ের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। রবিবার দুপুরে পারিবারিকভাবে প্রতিবেশীদের সঙ্গে সালিশে বসে মীমাংসা না হওয়া বাকবিতণ্ডার একপর্যায়ে বাবার ওপর হামলা চালায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে সন্দেহজনক তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।

ইএইচ

Link copied!