Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে লোহার রডসহ পাঁচ কিশোর গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৫:২৬ পিএম


ফেনীতে লোহার রডসহ পাঁচ কিশোর গ্রেপ্তার

ফেনীতে লোহার রডসহ পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (অপারেশন) শফিকুর রহমান জানান, রবিবার সন্ধ্যার দিকে শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, বিকালে পুলিশ কোয়ার্টার এলাকায় লোহার রড নিয়ে ঘুরাফেরা করছিল কয়েকজন কিশোর। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশকে জানায়।

তাৎক্ষণিক ওই এলাকা থেকে ওই ৫ কিশোরকে আটক করে পুলিশ। তাদের মাঝে ৪ জন শাহিন একাডেমি শিক্ষার্থী ও এবারের এসএসসি পরীক্ষার্থী। অপরজন ফালাহিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ও এবারের দাখিল পরীক্ষার্থী।

ইএইচ

Link copied!