Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৬:৪৮ পিএম


গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় জেসমিন (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সোমবার খানপুর হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা লাকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন বেগম চাঁদপুর মতলব থানার দশআনি গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

নিহত জেসমিন তার স্বামী আলী হোসেন ও দুই সন্তান নিয়ে লাকী বাজার এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন।

নিহতের আত্মীয়রা জানান, বিশ লাখ টাকা দেওয়া হলেও জেসমিনকে তার শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন সময়ে মারধর করতো। আর মারধরের কারণেই জেসমিন মারা গেছে।

এ ঘটনার বিষয়ে ফতুল্লা থানার ওসি নুরে আজম মিয়া বলেন, নিহত গৃহবধূ জেসমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইএইচ

Link copied!