Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঈশ্বরগঞ্জে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৭:৪৫ পিএম


ঈশ্বরগঞ্জে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত মেসার্স এ গণি ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এরপর ওই ইটভাটাকে এক্সকেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

এদিকে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পর ইটভাটার শ্রমিক এবং এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধরা সড়কের ওপর বাঁশ-কাঠে আগুন ধরিয়ে দিলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইএইচ

Link copied!