Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৯:২৮ পিএম


কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার উলুসারা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উলুসারা এলাকায় বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত জামাল (৪৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!