Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে শিক্ষকদের মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৪:৩৬ পিএম


বরিশালে শিক্ষকদের মানববন্ধন
ছবি: আমার সংবাদ

দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহল শিক্ষকদের মারধর, মানসিক নির্যাতন, ঘুষ দুর্নীতি ও চাকরিচ্যুত করার হুমকির প্রতিবাদে বরিশালে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় শিক্ষক সমাজের পক্ষ থেকে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন- বরিশাল আঞ্চলিক শাখার সাবেক দুই সভাপতি অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীর ও দাশগুপ্ত আশীষ কুমার।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বরগুনা, উজিরপুর ও বানারীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের লোমহর্ষক ঘটনার তথ্য তুলে ধরেন।  

মানববন্ধনে ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহল কর্তৃক সংগঠিত এসব নির্যাতন ও হয়রানি বন্ধের জন্য অবিলম্বে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

ইএইচ

Link copied!