Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

সাদল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৪:৪৫ পিএম


সাদুল্লাপুরে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল আলীমকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলিম কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানিপাড়া গ্রামের মৃত. আব্দুল সোবহান মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি জানান, গ্রেপ্তার মাদককারবারি আব্দুল আলীমকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার মাদককারবারিকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!