Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৫:২৩ পিএম


চাঁদপুরে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নরায়ণপুর পৌরসভার কাশিমপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া শরিফ খান নানক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কাশিমপুর দেওয়ানজি বাড়ির পুকুর পাড়ে তার মৃতদেহ দেখতে পেয়ে  স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।

জানা যায়, মৃত যুবক  শরীফ খান  কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কোয়া গ্রামের আব্দুল আলীর ছেলে। গত সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি সে। 
স্বজনেরা জানায়, শরীফের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। সে পেশায় পিকআপ চালক ছিলেন। একটি দুর্ঘটনার পর আর গাড়ি চালাননি শরীফ

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরএস

Link copied!