সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৫:৩৫ পিএম
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৫:৩৫ পিএম
ফরিদপুরের সালথায় একরাতে দুই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৃথকভাবে দুটি গ্রামে এ ডাকাতি সংগঠিত হয়।
প্রথমে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে সাইফুর মোল্লার বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে ঢুকে ওড়না দিয়ে হাত পা বেঁধে ৭-৮ জনের ডাকাত দল ওয়ারড্রব ভেঙে ১০ ভরি স্বর্ণ, নগদ একলক্ষ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
পরে রাত আড়াইটাইর দিকে একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমানের বাড়িতে ৫-৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে আতিকুরের ছেলে সাইদুরকে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে পাশের রুমে আতিকুরকে গিয়েও হাতপা বাঁধে ডাকাত দল। এ সময় ৬টি মোবাইল সেট, সোনার গহনা ও নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় তারা।
খবর পেয়ে সকালে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ তদন্ত ক্রাইম বিভাগ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শৈলেন চাকমা দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা এ ডাকাতির ঘটনা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। আশা করি দ্রুতই এই ডাকাত চক্র আইনের আওতায় আসবে।
ইএইচ