Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বাণিজ্য মেলায় নিত্যপণ্যের চাহিদা বেশি

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৫:৪৯ পিএম


বাণিজ্য মেলায় নিত্যপণ্যের চাহিদা বেশি
ছবি: আমার সংবাদ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিনই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠছে। বিক্রিও হচ্ছে ভালো। তবে বিক্রিত পণ্যের মধ্যে মানুষের নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ও গৃহস্থালি পণ্যেরই চাহিদা বেশি বলে জানা গেছে। বিলাসবহুল বা কম প্রয়োজনীয় পণ্য অধিকাংশই কিনছেন না ক্রেতারা।

ব্যবসায়ীদের মতে, মানুষ অর্থনৈতিক সংকট ও ব্যয় সংকোচন করতে প্রয়োজনীয় জিনিসপত্র বেশি কিনছেন।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাপড়ের দোকান, প্লাস্টিক সামগ্রি, গৃহস্থালি পণ্য, ক্রোকারিজ, খাবার, আসবাবপত্র, ইমিটেশনের দোকান, কসমেটিকসের দোকানেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল বেশি।

প্লাস্টিক দিয়ে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য তৈরি করে প্লাস্টিক কোম্পানিগুলো গ্রাহকদের আকৃষ্ট করছে। বিদেশি কোম্পানির কসমেটিকস, রূপচর্চা সামগ্রী, বিদেশি ব্যতিক্রমধর্মী পোশাক ইত্যাদিও ভালো বিক্রি হচ্ছে। এবারের মেলায় দেশি বিদেশি মিলিয়ে মোট ৩৫১টি স্টল রয়েছে। এর মধ্যে বিদেশি স্টলগুলোয় নানা রকম ছোটখাটো পণ্য ভালোই বিক্রি হচ্ছে।

মেলায় প্যাভেলিয়ন, প্রিমিয়ার প্যাভেলিয়ন, মিনি প্যাভেলিয়ন, সাধারণ স্টলে বিভিন্ন সৌন্দর্যবর্ধন সামগ্রী, ইলেকট্রনিকস পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ও জুতা, খেলার সামগ্রী, খেলনা, স্টেশনারি, জুয়েলারি, সিরামিকস পণ্য, মেলামাইন পণ্য, দেশি বস্ত্র, আসবাবপত্র, হস্তজাতসহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলের প্রতিনিধিরা বলছেন, মানুষের তুলনামূলক কম দামি জিনিসের প্রতি আগ্রহ বেশি। দামি জিনিস কম বিক্রি হচ্ছে।

অনেকে বলছেন, মানুষ প্রয়োজনীয় ও কমদামি জিনিস বেশি কিনছেন। সৌখিন কাপড় বিক্রি হলেও তা পরিমাণে খুবই কম।

রাজধানীর পল্টন থেকে আসা মামুন বলেন, ‘বাড়ি ভাড়া ও বাচ্চাদের খরচ মেটানোর পর খুব বেশি ব্যয় করার সুযোগ থাকে না। তাই, মেলায় দরকারি জিনিসটিই সবাই কিনতে চায়। আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পক্ষে শখের জিনিস কেনা অসম্ভব হয়ে উঠেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) সচিব বিবেক সরকার বলছেন, মেলা জমজমাট হয়েছে। বিক্রিও প্রতিদিনই বাড়ছে। তবে মানুষ নানা কারণে হিসাব করেই কেনেন। এতে বিক্রি কমেনি জানিয়ে তিনি বলেন, সব মিলিয়ে এখনও আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি।

মেলায় টিকেটের মূল্য বড়দের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা ছোট শিশুদের ৩০ টাকা।

গত ২১ জানুয়ারি শুরু হওয়া মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকছে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

ইএইচ

Link copied!