Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৫:৫৭ পিএম


ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভোলা জেলার দক্ষিণ আইচায় জলদস্যু মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলাম মাঝিকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম মাঝি চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের বেলায়েত হোসেন ওরফে (বলু মাঝির) ছেলে। তাকে জলদস্যু মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালতের ওই রায়ের পর তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, আসামি নুরুল ইসলাম মাঝি ১০ বছর পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ইএইচ

Link copied!