Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:০৪ পিএম


বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ফ্রেব্রুয়ারি) ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ৬টি মামলার আসামী মোঃ কামাল দেওয়ানকে বাকেরগঞ্জ থেকে, ৩ বছরের সাজাপ্রাপ্ত ২টি মামলার আসামী আল আমিন হাওলাদার, ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহিদুল ইসলামকে নারায়নগঞ্জ বন্দর থেকে ও ২ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ২টি মামলার আসামী মোঃ আবুল বাসারকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, সাজা ওয়ারেন্টমূলে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এসব সাজাপ্রাপ্ত আসামীদেরকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে।

আরএস

Link copied!