Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মধ্যনগরে হেলমেট ছাড়াই অবাধে মোটরসাইকেল চলাচল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৪৬ পিএম


মধ্যনগরে হেলমেট ছাড়াই অবাধে মোটরসাইকেল চলাচল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবাধে হেলমেট ছাড়াই চলাচল করছে মোটরসাইকেল আরোহীরা। ফলে বাড়ছে জীবনের ঝুঁকি। হেলমেট না ব্যবহার করার ফলে চালক ও একাধিক যাত্রী নিয়ে চলাচলকারী মোটরসাইকেলে যেকোনো সময় ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

জীবনের ঝুঁকি নিয়ে ভয়ানক ভাঙা ও মেঠো রাস্তা পাড়ি দেয়ার একমাত্র ভরসার মাধ্যম দুচাকার যানবাহন মোটরসাইকেল।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অঞ্চলের অসংখ্য বেকার যুবক জীবিকার তাগিদে বেড়িয়ে পড়েন মোটরসাইকেল নিয়ে। একটি ১০০ সিসির মোটরসাইকেলে চালক ও যাত্রী দুজন নিয়ে চলাচল করার কথা থাকলেও তিন থেকে চারজন যাত্রী নিয়ে হেলমেট ছাড়াই চলাচল করছে মোটরসাইকেল।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন বলেন, মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলছি যাত্রীসহ হেলমেট ব্যবহার, অধিক যাত্রী বহন না করা, গাড়ির কাগজাদি সঙ্গে রাখা, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কেবল তারাই গাড়ি চালাবেন।

তিনি আরও বলেন, এসব বিষয় না মানলে প্রতিটি স্ট্যান্ডে পুলিশ চেকপোস্ট বসানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকলকেই সচেতন হতে হবে।

ইএইচ

Link copied!