পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৫৫ পিএম
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৫৫ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে রমিদা বেগম (২৩) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে পুলিশ প্রহরায় ওই নারীকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, মায়ানমারের ওই নারী সোমবার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর থেকে প্রায় ৩০ গজ সীমান্ত এলাকার মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকে। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি সদরের টহল দলের সদস্যরা তাকে (রমিদা) আটক করে।
ওইদিন রাত সাড়ে ৮টায় ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় রাতেই ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, সে মায়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ সি নম্বর ক্যাম্প ব্লকের- ১২ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত সৈয়দ কবির। সে দুই মাস আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে এসেছে।
ইএইচ